Monday, March 6, 2017

দেশের ডিসকাউন্ট অনলাইন প্ল্যাটফর্ম

ঐতিহ্যগতভাবে মানুষ ডিসকাইন্ট প্রিয়। অনেকেই রেস্টুরেন্টে খাবার পর, শপিংমলে কেনাকাটার পর, বিউটিপার্লারে সাজসজ্জা করার পর অথবা সার্ভিস সেন্টারের সার্ভিস নেয়ার পর দাম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশের শপিং-এ নতুন ধারা ও প্রতিযোগিতা সৃষ্টি করতে 2R Solution Ltd. নিয়ে এল বাংলাদেশের প্রথম ডিসকাউন্ট অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম- savetk.com. বন্ধুদের নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে কোনো রেস্টুরেন্ট-এ হ্যাংআউট করতে যেতে চান? এখান থেকে জেনে নিন কোন রেস্টুরেন্টে কোন খাবারের প্যাকেজ-এর জন্য কোন অফারটি চলছে। কোন বিউটি সেন্টারে যদি স্পা কিংবা কোন বিউটি প্যাকেজ ডিসকাউন্ট অফারসহ যদি উপভোগ করতে চান। যে কোনো পণ্যের প্রোমোশনাল ডিসকাউন্ট-এর নানারকম খোঁজ-খবরসহ এবং ঐ আউটলেটের অফারের sms/Voucher নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যটি ডিসকাউন্টে পেতে পারেন। দুইটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে ওয়েব প্লাটফর্মটি যাত্রা শুরু করেছে। যে ফিচারগুলো ব্যবহার করে পণ্য ক্রয় এর ক্ষেত্রে আপনার কষ্টার্জিত টাকা আপনি করতে পারেন। তাদেও মধ্যে একটি ফিচার হল (Buy Voucher), অন্যটি হল (Get SMS)। যে কোনো মার্চেন্ট savetk.com-এর মাধমে তাদের একটি পণ্যের উপর ডিসকাউন্ট অফার করলে, কাষ্টমারের জন্য Buy Voucher বা Get SMS-এর মাধ্যমে সেই ডিসকাউন্ট অফারটি প্রমোট করবে। আর যে কোনো কাষ্টমার তার প্রয়োজনীয় পণ্যটি ডিসকাউন্টে পাওয়ার জন্য ঐ পণ্যের যে ফিচারটি অফার করা হয়েছে তা গ্রহণ করতে পারবে।

No comments:

Post a Comment